করোনা উপসর্গে দৈনিক ভোরের কাগজের রিপোর্টার আসলামের মৃত্যু
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার রাতে প্রচণ্ড জ্বর ও ডায়েরিয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসলামের সহকর্মী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ও ডায়েরিয়া থাকায় আসলামকে রাত ১০টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি না নিয়ে ঢামেকে নেয়ার পরামর্শ দেয়া হয়। ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আসলামের ভোরের কাগজের সহকর্মীরা জানান, গত ২৮ এপ্রিল থেকে তিনি অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি তার করোনা টেস্ট করান। তবে তার করোনা নেগেটিভ আসে। তবে কোন হাসপাতাল থেকে তিনি করোনা টেস্ট করেছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি তার পরিবার।
এর আগে, গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর পত্রিকা সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এরপর গত মঙ্গলবার (৫ মে) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একই পত্রিকা আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর মৃত্যু হয়। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।