আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৮

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামীলীগ নেতা শাহিন সরকার ও স্থানীয় ইউপি সদস্য জুলহাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে। ভাংচুর ও লুটপাট করা হয়েছে ১টি পাওয়ারলুম ও তিনটি বাড়ি।

বৃহস্পতিবার (৭ মে)  সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিশনন্দী ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃত আছমত আলী সরকারের ছেলে আওয়ামীলীগ নেতা শাহিন সরকার ৬ মে বুধবার বিকালে মানিকপুর এলাকায় দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। ঐ সময় এলাকার আবুল কালাম এর মুদি দোকানের সামনে বহু লোকের সমাগম ঘটে হুড়োহুড়ি করতে থাকে। এ সময় আবুল কালাম সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করার জন্য আয়োজকদের অনুরোধ করেন। এ নিয়ে শাহিন সরকারের লোকদের সাথে তর্কবিতর্ক হয়। এ পর্যায়ে শাহিন সরকারের লোকজন আবুল কালামকে পিটিয়ে আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার সকালে শাহিন সরকারের পক্ষের কবির সরকারের নেতৃত্বে ভাড়া করা ১৫/১৬ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিশনন্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার জুলহাসের পক্ষের লোকজনদের বাড়িতে হামলা চালায়। ঐ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে অন্তত ৮ ব্যক্তি টেটা বিদ্ধ ও দায়ের কোপে আহত হয়েছে। আহতরা হল- হালিম(৬২), বাবুল(৩০), জুলহাস(৪৫), মিছির আলী (৪০), হাতেম আলী(৫৫), ফজলু(৪৫) ও আবুল কালাম(৪৫)। তাদের মধ্যে টেটা বিদ্ধ হালিমকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুলহাস মেম্বার জানান, পূর্ব শত্রুতার জের ধরে শাহিন সরকার ও তার লোকজন এ  হামলা চালায়। তাদের এলাকার খলিল,হাবিবুল্লাহ ও মাছুমের তিনটি ঘর ও বাবুলের একটি পাওয়ারলুম ঘরে ভাংচুর ও লুটপাট চালায় তারা। তবে শাহিন সরকারের মোবাইলে ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com