অবশেষে না’গঞ্জে পিসিআর ল্যাব উদ্বোধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে নারায়ণগঞ্জে বহুল কাঙ্খিত সরকারী পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে বুধবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।
এর ফলে এখন থেকে জেলায় করোনা চিকিৎসার পাশাপাশি করোনার নমুনা পরীক্ষা করা যাবে। ২৪ ঘণ্টায়ই পাওয়া যাবে করোনার ফলাফল। প্রাথমিকভাবে একদিনে সর্বোচ্চ ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে। তবে দক্ষ লোকবল পাওয়া গেলে এই নমুনা পরীক্ষার পরিমাণ ৩শ’ পর্যন্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ল্যাবটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পুলিশের এএসপি সালেউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুদ্দোহা সঞ্চয়, জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খাঁন কাজল প্রমুখ।
ল্যাব উদ্বোধন করে সেলিম ওসমান বলেন, প্রধানমন্ত্রী ছিলেন বলেই আমরা এই পিসিআর ল্যাব স্থাপন করতে পেরেছি। সাধারণ সর্দি, কাশি হলেই হাসপাতালে ভিড় করবেন না। চিকিৎসকের পরামর্শ থাকলেই কেবল করোনা পরীক্ষা করতে আসবেন। অকারণে হাসপাতালে ভীড় করে অসুবিধার সৃষ্টি করবেন না। এই টেস্ট করতে কিন্তু সাড়ে তিন হাজারের মতো খরচ হয়।
ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, প্রতিদিন হাসপাতালের মাধ্যমে সংগ্রহ করা ৪০টি নমুনা এবং জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে সংগ্রহ করা ৫০টি নমুনা পরীক্ষা করা হবে এখানে। বর্তমানে ল্যাবটি পরিচালনায় ১ জন ভাইরালজিস্ট ও ২ জন টেকনিশিয়ান আছেন
উল্লেখ্য করোনা পরিস্থিতি সংকট বিবেচনা করে জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য বিভিন্ন স্তর থেকে দাবি উঠে। গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সে করোনা পরীক্ষাগারের দাবি জানান ডা. সামসুদ্দোহা সঞ্চয়। নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার নেই জেনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। গত ১৯ এপ্রিল হাসপাতালটিতে শুরু হয় ল্যাব স্থাপনের কাজ।