৫শ’ মায়ের হাতে শিশুর খাবার তুলে দিলেন সদর ইউএনও
ফতুল্লা প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৫০৩ মায়ের হাতে শিশুদের খাবার তুলে দিয়েছেন ইউএনও নাহিদা বারিক।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লা ইউনিয়ণ পরিষদে গিয়ে খাবার বিতরন করেন। অপর ৬ টি ইউনিয়ণ পরিষদে খাবার পাঠিয়ে দেয়া হয়।
ইউএনও নাহিদা বারিক জানান, বিতরণ করা খাবারের মধ্যে রয়েছে ৪০০ গ্রাম গুঁড়োদুধ, ১কেজি চিনি, ১কেজি সুজি। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে মায়েদের হাতে শিশুদের এ খাবার তুলে দেয়া হয়েছে। ইউএনও বলেন, করোনা ভাইরাসের আক্রমন থেকে সকলকে মুক্ত রাখতে দরিদ্র শ্রেনীর লোকজনদের পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী সহায়তা দিচ্ছে। এ পর্যন্ত সদরের প্রায় ৫০ হাজার পরিবারকে ত্রান সামগ্রী দেয়া হয়েছে। আরো দেয়া হবে। কিন্তু প্রত্যেককে ঘরে থেকে নিজেকে রক্ষা করতে হবে।