অবশেষে ১০ মে চালু হচ্ছে না’গঞ্জের সকল বিপনী বিতান

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে ১০ মে চালু হচ্ছে নারায়ণগঞ্জের সকল বিপনী বিতান। তবে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই বিপনী বিতানগুলো।

 

করোনা সংক্রমণরোধে লকডাউনে ২৫মার্চ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ ছিল নারায়ণগঞ্জসহ দেশের সকল বিপনী প্রতিষ্ঠান। আর এসময়ে দোকান পাট বন্ধ থাকায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার পুঁজি নষ্ট হয়েছে। সেই সঙ্গে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে ২০ থেকে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় তাও বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

 

অবশেষে দেড় মাস পর ৪ মে অর্থনীতির চাকা সচল করতে মানুষকে সুরক্ষিত রেখে জেলা ভিত্তিক কিছু ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা সামান্য স্বস্তি এনেছিল ব্যবসায়ী মহলের উপর। প্রধানমন্ত্রীর নির্দেশের পর শর্তসাপেক্ষে শপিংমল ও মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের পর যেন পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগে সরকারের এমন সিদ্ধান্তে খুশি তারা।

সোমবার (০৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।

 

তবে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে একই ব্যক্তির স্বাক্ষরে তিনটি আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি হয়েছে। এবং তিনটিতে তিন রকম তথ্য দেয়া হয়েছে।

 

মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের একটিতে জানানো হয়েছে শপিংমল আগামী ৫ মে খোলা হবে, অন্য একটায় বলা হচ্ছে ১০ মে। আরেকটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে মার্কেট বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে, অপরটিতে বলা হচ্ছে ৪টা পর্যন্ত।

 

তবে শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ১০ তারিখ থেকে এবং বিকেল ৪টা পর্যন্ত খোলার বিষয়টি জানানো হয়েছে।

 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানান, আগের আদেশে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার কথা বলা হলেও সেটা বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে।

 

মন্ত্রিপরিষদের এরকম সিদ্ধান্তের পরই নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো.শাহজাহান মিয়া জানান, সন্ধ্যায় আমি কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলে জানতে পারি যে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী ১০ মে থেকে চালু হবে নারায়ণগঞ্জের সকল বিপনী বিতানের কার্যক্রম।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com