কুড়িগ্রামে পত্রিকার হকার ও কর্মহীনদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান মাসে পত্রিকার হকার ও কর্মহীনদের মাঝে সবজী বিতরণ করা হয়েছে।
২ মে (রবিবার) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লব, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবন, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, একরামুল হক সম্রাট, গোলাম মাসুদ, শাহিন আহমেদ প্রমুখ।
এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক পত্রিকার হকার ও কর্মহীনদেও মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, শশা, লেবু, টমেটো ও কলমি শাক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তরা যে কোন সংগঠন বা বিত্তবানদের করোনা পরিস্থিতিতে সামনে এগিয়ে আসার আহবান জানানো হয়।