ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ১৩টি দোকান

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার মুসলিম নগরে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৩টি দোকান-ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১ মে) গভীর রাতে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতভাই নামে পরিচিত ওই মার্কেটের ১৩টি দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, শুক্রবার দিবাগত রা দুইটার দিকে আগুন লাগে। কিন্তু ঘটনার দুই ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই বেশ কয়েকটি দোকান ও মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
মুক্তা জুয়েলার্সের মালিক আনসার উদ্দিন জানান, দোকানের মালামাল সহ তার প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত অপর মুদি দোকানদার আহমদ আলী জানান, আগুনে তার প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু দিন আগে তিনি দোকানে নতুন মালামাল তুলেছেন।
এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আপাতত ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।