নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে খান মাসুদের দোয়ার আয়োজন
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতিয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১ মে) বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে দিনব্যাপী কোরআন তিলাওয়াত ও ইফতারের পূর্ব মূহুর্ত দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়।
দোয়া পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, নাসিম ওসমান ভাই ছিলেন প্রকৃত জনবান্ধব নেতা তাঁর মতো নেতা পৃথিবীতে আর আসবে কিনা আমি জানিনা। নাসিম ভাইয়ের উন্নয়ন ও বন্দরের মানুষের প্রতি ভালোবাসা আজও কেউ ভুলতে পারেনি। নাসিম ভাই বন্দরবাসীর কাছে যুগযুগ বেঁচে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন এই মহান নেতাকে জান্নাতবাসী করেন আমিন।
খান মাসুদ বলেন, নাসিম ভাই মৃত্যুর পর তাঁর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য ছোট ভাই এ কে এম সেলিম ওসমান ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের দায়িত্ব গ্রহণ করেন। জনগণের কল্যানে কাজ করে যিনি ইতিমধ্যে দানবির খ্যাতাব পেয়েছেন। আমি সেলিম ওসমান ও শামীম ওসমান ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এসময় দোয়ায় অংশগ্রহণ করেন বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, সাংবাদিক শরীফ হাসান চিশতি, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ শেখ মমিন, মোঃ হোসেন, যুবলীগ নেতা মোঃ সুমন, মোঃ সানি খান, বাবু মোল্লা, খোরশেদ আলম, আজিজুল হক আজিজ, রতন সরকার নিলয় , গোলাম মোস্তফা, মোঃ মিলন আহমেদ, হীরা, কামাল হোসেন, জিয়াবুর, মোঃ সোহেল,রাজু আহমেদ, আকিব হাসান রাজু, টিটু আলিম ,আসিফ, নুরুজ্জামান প্রমুখ।