না’গঞ্জে মে দিবসে টি ইউ সি’র শ্রমিক সমাবেশ

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে ১মে শুক্রবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ।

 

 

বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও প্যারাডাইস ক্যাবলস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা-মহাসংকটে সবচেয়ে হুমকির মধ্যে পড়েছেন দেশের শ্রমজীবী মানুষ। ‘দিন আনা দিন খাওয়া’ শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে, একদিকে করোনা আতĽ আর অন্যদিকে ক্ষুধার যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। সরকার নিরন্ন মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বরাদ্দের সামান্য চালও লুটপাট হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস পুঁজিবাদী সমাজের বিভৎস রূপ তুলে ধরেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, মুনাফার জন্য লুটেরা মালিক শ্রেণি কতটা বেপরোয়া, দায়িত্বহীন হতে পারে, তা চলমান করোনা-মহাসংকটকালে আবারও স্পষ্ট হয়েছে। হাজার হাজার শ্রমিককে মৃত্যুকূপে ঠেলে দিয়েছে গার্মেন্ট মালিকরা।

নেতৃবৃন্দ সব ধরনের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, মে দিবসের বিপ্লবী প্রেরণায় উľীবিত হয়ে শ্রমিক শ্রেণির লাল ঝান্ডা ঊধের্ź তুলে ধরে অধিকার আদায় করে নিতে হবে। শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র-সাম্যবাদ কায়েমের লক্ষ্যে আন্দোলনকে অগ্রসর করতে হবে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com