মৃত্যুবার্ষিকীতে নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন’র শ্রদ্ধা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ৬তম মৃত্যুবার্ষিকীতে তার সহধর্মিণী পারভীন ওসমান ও আজমেরী ওসমানের পক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে মাসদাইর কবরস্থানে এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল তোড়ন দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এদিকে সকাল থেকে কোরআন তেলোয়াত ও বিভিন্নস্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রার্দুভাবের কারণে এবার কুলখানী না করলেও দেয়া হয়েছে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী। এরপর বিকাল ঘনিয়ে আসতেই বিভিন্ন সংগঠনের ব্যনারে এক এক করে প্রয়াত ওই নেতার সমাধিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিমন, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্রেক্সি শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, কার্যকারী সভাপতি মোঃ মুকুল মিয়া, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ সম্পাদক মজিবুর রহমান, আব্দুর মালেক, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক বাবুল সহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com