পূজা উদযাপন প‌রিষদের খাদ‌্য সহায়তা পেলো ইসদাইরের ১৫০ প‌রিবার‌

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সারাবিশ্বে মহামারি আকার ধারন করা মরনঘাতি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের মতো নারায়ণগঞ্জে একটানা লকডাউনের কারণে ঘরবন্দী থাকা কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চলমান ‘কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব ইসদাইর এলাকার ১৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নগরীর পূর্ব ইসদাইর উপজেলা রোডস্থ শান্তা নীট ফ্যাশনের নিচ তলায় সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, ইসদাইর রাবেয়া হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক সিদ্দিকুর রহমান।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সার্বিক সহযোগীতায় এবং শিখন সরকার শিপনের তত্বাবধায়নে এদিন অত্র এলাকার ১৫০ পরিবারকে ৮ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়াও এদিন সোনারগাঁয়ের দু’টি এলাকার সরোজ কুমার সাহার সার্বিক সহযোগীতায় ৭৫টি অসহায় পরিবারের মাঝেও সমপরিমান খাদ্র সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, চলমান ‘কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ’ কার্যক্রমে সার্বিক সহযোগীতার মাধ্যমে পূজা উদযাপন পরিষদের পাশে দাড়ানোয় সরোজ কুমার সাহার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন।
তিনি বলেন, জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চলমান অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে আমি ব্যাক্তিগতভাবে সহযোগীতার জন্য সরোজ কুমার সাহাকে অনুরোধ করলে তিনি স্বতস্ফূঃর্তভাবে শুরু থেকেই আমাদের আন্তরিকভাবে সহযোগীতা করছেন। প্রথম অবস্থায় পূজা পরিষদের ফান্ডে ২ টন চাল দিয়ে সহায়তা করেছেন। এছাড়াও, তিনি ব্যাক্তিগতভাবে তার জন্মস্থান নরসিংদী জেলার বিভিন্ন জায়গায় অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, সরোজ কুমার সাহা তার মালিকানাধীন শান্তা নীট ফ্যাশনে কর্মরত সকল শ্রমিকদের বেতনভাতা বিকেএমইএ’র নিয়ম মেনে পরিশোধ করেছেন এবং সকল শ্রমিকদের তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন।
শিপন সরকার আরো বলেন, বর্তমান সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দ্বায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই সাধ্যমতো সকল বিত্তশালীদের উচিত সংকটময় এই পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানো। পূজা পরিষদের মাধ্যমে অসহায়দের পাশে দাড়িয়ে সরোজ কুমার সাহা সে কাজটিই করছেন। আমি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ভজন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ সেবক কমিটির সভাপতি নারায়ণ মাস্টার, সদস্য বলরাম ও সুশীল দাস।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com