না’গঞ্জ জেলা পুলিশের ১৭ সদস্য করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৭ জন সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৪৩ জন সদস্য করোনা আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল পর্যন্ত জেলায় ২৬ জন পুলিশ সদস্য আক্রান্ত ছিলেন। এবার দুইজন পরিদর্শকসহ আরও ১৭ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে চারজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা জেলা পুলিশ লাইন্সে ও বাসায় আইসোলেশনে রয়েছেন।”