বন্দরে৭০ শ্রমিক পরিবারের পাশে যুবলীগ নেতা খাঁন মাসুদ

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাস মোকাবিলায় শেষ ধাপে কর্মহীন আরও ৭০ জন ইজিবাইক চালক শ্রমিকের পরিবারের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন বন্দর থানা বেবী-সিএনজি ও ইজিবাইক চালক শ্রমিক সমবায় সমিতির সভাপতি তথা নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
খান মাসুদের উদ্যোগে বুধবার (২৯এপ্রিল) সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবীস্ট্যান্ড হতে বুরুন্দী রুডে চলাচলরত ব্যাটারি চালিত ইজিবাইক চালক শ্রমিকের বাড়িতে পৌঁছে দিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে আরও ১১শ চালকসহ মোট ১১শ ৭০ জন শ্রমিকের বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন শ্রমিক বান্ধব নেতা খান মাসুদ।
এ সময় খান মাসুদ বলেন, প্রচারের জন্য নয় আমার শ্রমিকদের জন্য সামান্য কিছু দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। করোনাভাইরাসের কারণে আমার প্রায় ১৫শ শ্রমিক কর্মহীন হয়ে পরে। লকডাউনের কারণে এই শ্রমিকগুলো ১মাস ৫দিন ধরে গাড়ি চালাতে পারছেনা। গাড়ি চালাতে না পেরে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
কর্মহীন মানুষের কষ্ট লাঘব করতে সরকার ও প্রশাসন নানা কৌশলে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতে ও নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও ৪-আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ভাইয়ের নির্দেশ অনুসরণ করে আমার এই শ্রমিকদের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা। সমাজের বিত্তবানরা যদি এই কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে একজন মানুষও একবেলা না খেয়ে থাকবেনা। তাই আমি বিত্তবানদের প্রতি আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন। দেশের এই ক্রান্তিলগ্নে আপনাদেরও দায়বদ্ধতা আছে।
পরিশেষে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দেশবাসীসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ শেখ মমিন, মোঃ হোসেন, সানি খান,আজিজুল হক আজিজ, মিলন আহমেদ, রতন সরকার নিলয়, বাবু মোল্লা, হীরা, গোলাম মোস্তফা, হেলাল,রাজু আহমেদ, সাদ্দাম হোসেন, নুরুজ্জামান, আমানুল্লাহ, আল-আমীন, জিতু,মনির হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com