সেশনজট এড়াতে অনলাইনে ক্লাসের আহবান ইবি উপাচার্যের

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি), প্রেসবাংলা২৪ডটকম:  বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার আহবান জানিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, সারা পৃথিবী আজ করোনার ভয়াল করাল গ্রাস থেকে মুক্ত নয়। বাংলাদেশও এই ভাইরাসের করাল গ্রাস হতে মুক্ত হতে পারেনি। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে পুরো জাতি সাফল্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ও সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে চলেছে।
তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এখন সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয়। বর্তমান পরিস্থিতিতে আমারা সেশন জটের আশঙ্কা করছি। সেই তাড়না থেকে আইসিটি প্রদর্শিত পথে শিক্ষকদের লাইভে ক্লাস, টিউটোরিয়াল, এ্যাসাইনমেন্ট পরিচালনার আহবান জানান। এছাড়া কোর্স পরিচালনায় শিক্ষার্থীদের সর্বাত্বক সহাযোগিয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের আগস্ট মাসে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ইবি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এ বিশ্ববিদ্যালয় কে সেশন জটমুক্ত ক্যাম্পাস হিসেবে  গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com