ফতুল্লায় এক পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরের দেলপাড়ায় এলাকায় একই পরিবারের ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারটি নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক শিল্পি বেগমের। তার বাবা-মা, ভাই-বোন করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

কিছু দিন পূর্বে ওই পরিবারের ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে প্রথমে একজন শনাক্ত হয়। পরে আরও ১৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে ওই পরিবারের একজন সদস্য পেশায় চিকিৎসক সুস্থ রয়েছেন।

মনিরুল আলম সেন্টু জানান, জেলার সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাক্তার শিল্পি বেগমের বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। পুরো পরিবারকে বাসায় রেখেই চিকিৎসা প্রদান করছে ডাক্তার শিল্পি বেগম।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com