করোনা: আড়াইহাজারে প্রকৌশলী স্বাস্থ্য পরিদর্শক সহ আরো৬ জন আক্রান্ত
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ২৪ ঘন্টায় আরো ৬ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, ২৭ এপ্রিল সোমবার রাত থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে উপজেলার আরো ৬ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২জন নারী ও ৪জন পুরুষ।
২৭ এপ্রিল সোমবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো তথ্যে জানাযায়,উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী পূর্বপাড়া এলাকার শারমিন (২৫) নামে এক গৃহবধূ করোনায় আক্রান্ত হয়।। তিনি একজন গর্ববতী।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে পাঠানো তথ্যে জানাযায়,আড়াইহাজার উপজেলায় আরো ৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নূরে আলম মোল্লা (৫৫)। তার বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকায়। উপজেলা এলজিইডি প্রকৌশলী নাসির উদ্দিন (৪৫)। তিনি ২৬ এপ্রিল থেকে আড়াইহাজারে উপজেলা কার্যালয়ে অফিস করে আসছেন। তিনি প্রতিদিন ঢাকা থেকে এসে অফিস করে থাকেন বলে জানা যায়। এছাড়াও ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার সুরুজ আলী (৪৭) ও আব্দুল হক (৭০) এবং দুপ্তারা ইউনিয়নের আয়েশা (১৮) নামে একজন। তাদের গত ২৬ এপ্রিল নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল।
এ নিয়ে আড়াইহাজার উপজেলায় ১৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে হানিফা ও মাসুদা নামে দুজন করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।