করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই কর্মচারীর মৃত্যু

মিজানুর রহমান, জবি প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক কর্মচারী (৫০) মারা গেছেন।
আজ সোমবার রাত ১০টায় তিনি রাজধানীর মুগদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই কর্মচারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের ড্রাইভার ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।
ওই কর্মচারীর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।
তারা জানান, তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের যে কোন সহায়তায় আমরা তার পাশে থাকবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com