করোনায় আবারো আমলাপাড়ার এক নারী মৃত্যু

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাসে উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ আমলাপাড়ার  এক নারী (৫৪) মারা গেছেন।

২৮ এপ্রিল (মঙ্গলবার) ভোর ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। দাফন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় গোরস্থান মাসদাইরে। এবারও বরাবরের মতো দাফন এর দায়িত্ব নিয়ে খোরশেদ ও তার টিম এই দাফনের কাজটি করেছেন।

 

পৈতৃক নিবাস আমলাপাড়া হলেও কুর্মিটোলা হাসপাতালের কাগজপত্রে বর্তমান ঠিকানা ঢাকার বনশ্রী লেখা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের ডেথ সার্টিফিকেটে ‘করোনা সাসপেক্টেড’ লিখে দেয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মৃত পৈতৃক সূত্রে নারায়ণগঞ্জের আমলপাড়া এলাকার। মৃত্যুর পূর্বে ঢাকায় বসবাসরত ছিলেন। আজ সকালে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে, আমি এবং আমার টিম গিয়ে লাশ সংগ্রহ করে মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন করি।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com