রূপগঞ্জে নিহত যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর আঁওতায় সারাদেশের রাজনৈতিকভাবে হামলা, মামলা, গুম, হত্যাসহ নির্যাতিতদের পরিবারের পাশে নগদ অর্থ সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক হামলা,মামলা ও আওয়ামীলীগের দ্বারা নির্যাতনের শিকার বিএনপির নেতা কর্মীদের নগদ অর্থ ও ত্রান সহায়তা পাঠিয়েছেন তিনি। তারেক রহমানের পাঠানো নগদ অর্থ ও ত্রাণের সঙ্গে আরো আর্থিক সহযোগীতা নিয়ে পাশে দাড়িয়েছেন গাউছিয়া কর্পোরেশনের স্বত্তাধিকারী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান-তারেক রহমান’র নির্দেশনায় খুন ও গুম, হত্যা ও নির্যাতনের শিকার হওয়া বিএনপি সমর্থিত পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি।
সোমবার সকালে এমন কর্মসুচীর আঁওতায় উপজেলার মুড়াপাড়া এলাকায় বিগত সময়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম এর পরিবারের সদস‍্যদের হাতে তারেক রহমানের পাঠানো নগদ অর্থ ও ঈদ সামগ্রি তুলে দেন যুবদল নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন,আফজাল কবির,যুগ্ম সম্পাদক শামীম হোসেন, জেলা যুবদলের সহ -সাংগঠনিক সম্পাদক শামীম ভুঁইয়া, দপ্তর সম্পাদক-আমিনুল ইসলাম প্রিন্স, প্রচার সম্পাদক-রাজীব ভূইয়া, মুড়াপাড়া ইউনিয়নের আহবায়ক-কামাল হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com