না’গঞ্জে করোনায় এ পর্যন্ত সুস্থ ২৫!

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কিন্তু সে তুলনায় সুস্থ্য রোগীর সংখ্যা খুবই কম । এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৭ শ’ দাড়িয়েছে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছে মাত্র ২৫ জন।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকার পরেই পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে এই পর্যন্ত ৬৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে উঠা রোগীর চেয়ে মারা যাওয়ার সংখ্যা অনেক বেশি ।

গতকাল ওয়েবসাইটটিতে প্রকাশ হয়, নারায়ণগঞ্জে ৬২৫ করোনায় আক্রান্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় এ জেলাতে ৭৪ জন আক্রান্ত হয়েছে। গত ৮ মার্চ নারায়ণগঞ্জে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ২ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com