না’গঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে । মৃত নারীর নাম আলেফা খাতুন (৪০)।
শনিবার (২৫এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের আরামবাগ মসজিদের পিছনের বাড়িতে ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, মৃত নারীর গত ২দিন পূর্বে জ্বর এসেছিল কিন্তু ঔষধ খাওয়ায় তা সেরে যায়। এছাড়াও, মৃত নারীর রক্তশূণ্যতার সমস্যা ছিল। কিন্তু, আজকে শনিবার সকালে ওই নারী মারা যায়। মৃত্যুর পর ওই নারীর পরিবারসহ আশ-পাশের প্রায় ২০০মানুষ শঙ্কিত রয়েছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে জোড়ালো দাবি জানাচ্ছি এই এলাকার মৃত নারীর আশ-পাশের সকল মানুষের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষা করার জন্য।
নমুনা পরীক্ষা করার ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা আলী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সবত্র মিলিয়ে প্রতিদিন ৩০-৪০জনের নমুনা সংগ্রহ করা হয় সেখানে দ্রুত ওই এলাকার সকলের নমুনা সংগ্রহ সম্ভব নয়। ওই অঞ্চলের দায়িত্বে রয়েছেন ডা.তমাল, ডা.ওয়াজেদ, ডা.ওয়াসেফ, ডা.শাহানা তারা সিদ্ধান্ত নেবেন কাদের নমুনা সংগ্রহ করতে হবে।”