প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জ ডিপিডিসির প্রণোদনার দাবী
নিজস্ব সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: মহামারি করোনায় সারাদেশ শাট-ডাউন চলছে, কিন্তু থেমে নেই ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। জনসাধারনের সেবায় জরুরি বিদ্যুৎ নারায়ণগঞ্জ ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা রাত দিন পরিশ্রম করে চলছে। নারায়ণগঞ্জ ডিপিডিসির প্রতিটা জোনে পরিদর্শন করে দেখা যায় তত্বাবধায়ক প্রকৌশলি থেকে শুরু করে কমকর্তা কর্মচারিরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। যার ফলে নারায়ণগঞ্জের কোথাও লোড শেডিং বা বিদ্যুতের সমস্যায় ভুগছেনা জনসাধারন। কোথাও কোন সমস্য হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন ডিপিডিসির কর্মকর্তা কর্মচারিরা। মহামারি করোনা ভাইরাসের ভয়ে অনেক জরুরি সেবার কর্মকমর্তারা গা ঢাকা দিয়ে থাকলেও নারায়ণগঞ্জ ডিপিডিসির কর্মকর্তা কর্মচারিরা ভয় না পেয়ে তারা জরুরি সেবা দিয়ে চলেছে। তাই তারা প্রধানমন্ত্রীর নিকট প্রনোদনার দাবি জানাচ্ছে ।
এ ব্যাপারে কয়েক জন বিদ্যুৎ গ্রাহকের সাথে কথা হলে তারা জানান, করোনার আগের চেয়েও বর্তমানে বিদ্যুৎ সেবার মান অনেক ভালো। ডিপিডিসির নারায়ণগঞ্জ সার্কেলের প্রধান প্রকৌশলী সালেক মাহমুদ, নিবার্হী প্রকৌশলী পুর্ব জোন মোঃ গোলাম মোরশেদ, নিবার্হী প্রকৌশলী পশ্চিম জোন মোঃ আনিসুর রহমান, ফতুল্লা সার্কেলের প্রধান
প্রকৌশলী মোঃ কামাল হোসেন, নিবার্হী প্রকৌশলী শিতলক্ষ্যা জোন মোঃ রুহুল আমিন ফকির, নিবার্হী প্রকৌশলী ফতুল্লা জোন মোঃ মাইনদ্দিন প্রতিদিন যথা সময়ে অফিসে এসে দিক নির্দেশনা দিচ্ছেন, এবং তাদের দিক নিদের্শনায় কর্মকর্তা কর্মচারীরা জনসাধারনের বিদ্যুৎ সেবা দিয়ে চলেছে।
মাহমারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রতিটি সেক্টরকে প্রনোদনার সুযোগ সুবিধা ঘোষণা করলেও এখন পর্যন্ত বিদুৎ বিভাগকে কোন রকম কোন সুযোগ সুবিধার কথা ঘোষণা না করায় হতাশ হয়েছেন মাঠ পর্যায়ের কর্মচারীরা।
এ ব্যপারে নারায়ণগঞ্জ ডিপিডিসির পুর্ব জোনের সিবিএর সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সোহেল জানান মহামারি করোনায়ও আমরা জনসাধারনের সেবা দিতে আট ঘন্টা ডিউটির নিয়ম থাকলেও এ অবস্থায় চব্বিশ ঘন্টা ডিউটি করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সকল জরুরি খাতকে প্রনোদনা দেয়ার ঘোষণা দিলেও এখন পযর্ন্ত আমাদের প্রনোদনার ঘোষণার অর্ন্তভুক্ত করেননি।
মাননীয় প্রধানমন্ত্রী যেন আমদের এ কষ্টের কথা বিবেচনা করে প্রনোদনার সুযোগ সুবিধা প্রদান করেন। প্রনোদনার দাবী জানিয়ে শিতলক্ষ্যা জোনের লাইনম্যান আব্দুল খালেক ও পুর্বজোনের লাইন ম্যান (ম্যাট) মোঃদেলোয়ার হোসেন বলেন জনসাধারনের সেবা দিতে চব্বিশ ঘন্টা কাজ করে চলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের জন্য বিবেচনা করেন। আমরা আশায় আছি মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী আমাদের জন্য কিছু একটা করবেন
বলেই রাত দিন পরিশ্রম করে চলেছি।