সিদ্ধিরগঞ্জে ত্রাণ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯ 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসাবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসওরোড এলাকায় ত্রাণ দেয়া নিয়ে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ১১ আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ দেয়ার ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার বিকেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সমর্থক তেল ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘের্ষর ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শর্টগানের ফঁাকা গুলি বর্ষণ করে।  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশ্রাফ উদ্দিন বলেন, ব্যবসায়ীক পূর্ব শত্রুতার জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে সিরাজ মন্ডলের লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। হামলায় আমাদের তিনজন আহত হয়েছে।
অপরদিকে সিরাজুল ইসলাম মন্ডল বলেন, আমার লোকজন দুস্থদের ত্রাণ বিতরণ করতে গেলে আশ্রাফ উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। পরে তার লোকজন আমার লোকজনের উপর হামলা করে। এতে আমার ৮ জন লোক আহত হয়েছে। এদের চারজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, ত্রাণ দেয়া নিয়ে কাউন্সলর মতিউর রহমান মতির সমর্থক আশরাফ উদ্দিন ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টধাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শটর্গানে ফঁাকা গুলি বর্ষণ করেছে

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com