কুড়িগ্রামের চিলমারীতে এক যুবক করোনায় আক্রান্ত!

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কুড়িগ্রামে ২৪ এপ্রিল (শুক্রবার) কভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এসেছে সিভিল সার্জন কার্যালয়ে। এরমধ্যে চিলমারী উপজেলায় এক যুবক আক্রান্ত হয়েছে এবং বাকি ৩০টি নমুনা নেগেটিভ রেজাল্ট। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামে।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরত ৩০ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

২৪ এপ্রিল (শুক্রবার) ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এর মধ্যে রৌমারী জেলায় তিনজন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com