২হাজার ৪শ’ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন সাজনু

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে দাড়িয়ে ২৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর বিভিন্ন জায়গায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগরের এই নেতা।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ এখন অসহায় তাই তাদের এই দুঃসময়ে পাশা থাকা আমাদের কর্তব্য । আজকে এই ক্রান্তিকালে সকল বিত্তবানদের উচিত মানুষের পাশে দাড়ানো। আজকের মতো আগামীকালও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি জননেতা শামীম ওসমানের নির্দেশে আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতে ও থাকব ইনশাআল্লাহ।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি প্যাকেটে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা বুট ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, মুড়ি আধা কেজি ও লবণ আধা কেজি করে ২৪০০ পরিবারকে বিতরণ করা হয়। নগরীর ফতল্দেলা, লপাড়া, কুতুবপুর, কুতুবপুর চীতাশাল, নন্দলালপুর, শীবুমার্কেট ট্রাকষ্ট্যান, মুন্সিবাগ, মাসদাইর, পশ্চিম মাসদাইর, দক্ষিণ সস্তাপুর, জালকুড়ি, হাজীগঞ্জ, চৌধুরীবাড়ি, মাউড়াপট্রি, শহিদনগর, শীতলক্ষ্যা এবং ১০০ জন হকারকে খাদ্য সামগ্রীর এই প্যাকেট তুলে দেন। আগমীকালও এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে ।