সাহায্যের জন্য সাড়ে তিন’শ সিএনজি চালকের তালিকা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: লকডাউনে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জে সাড়ে তিন’শ সিএনজি অটোরিকশা চালকের তালিকা জেলা প্রশাসককে তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়ন ( রেজি নং ঢাকা-৩৫৬১)’র সাধারন সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন ও চাষাঢ়া শাখার সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে চালকদের একটি তালিকা তুলে দেয়া হয়।
এসময় তারা বলেন, আমরা দিন মজুর সরকারের আদেশ মেনে চলি কিন্তু ২৬ মার্চ থেকে গাড়ি চালাতে না পারায় প্রতিটি চালক ও তার পরিবার অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে।
তারা আরও জানান, আমাদের এই দুর্দশা লাঘবের জন্য আজ গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহদয়ের নিকট ত্রান চেয়ে আবেদন করেছি। তিনি আমাদের কাছে চালকদের নামের তালিকা চান। আজ সেই তালিকা দেয়া হলো।