বন্দরে দুঃস্থদের মাঝে টাকা ও খাদ্য সামগ্রী দিলেন তৈমুর আলম

 বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাসের পরিস্থিতিতে লকডাউনে থাকা বন্দরে কর্মহীন ও দুস্থ পরিবারকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজস্ব অর্থায়নে বন্দরের দুঃস্থদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এই নেতা।

 

তৈমুর আলম খন্দকার বলেন, এই ত্রাণ সহযোগিতা চলমান থাকবে এবং তার পাশাপাশি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাই।

 

তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিকালে সমাজের সকল বিত্তবানদের উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। দেশের মানুষ অনেক কষ্টে আছে তাই বিত্তবানদের এখনি তাদেরকে সহযোগীতা করা এবং তাদের পাশে দাড়ানো উচিত।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com