নড়াইলে শ্রমিক সংকট, কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলে শ্রমিক সংকটের জন্য কালিয়ার উপজেলায় ছাত্রলীগ কৃকের ধান কেটে দিচ্ছে । করোনা ভাইরাসের কারণে এ  চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।
এরই অংশ হিসেবে বুধবার বিকালে ও বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের ১৫ সদস্যের একটি টিম কালিয়া ঘোষপাড়ার গোপি ঘোষ নামে এক কৃষকের ধান কেটে দেয়।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রাইসুল ইসলাম পান্নু, অংকন ঘোষ, অয়ন ঘোষ, সিরাজুল ইসলাম, আকাশ, শাহীন বিশ্বাস, পবিত্র, সোহাগ, রাফেল, ফরাদ, রাহাত , খালিদ, অলিদ, সৌরভ ঘোষ উপস্থিত ছিলেন।
এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। কৃষক গোপি ঘোষ বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com