ঝিনাইদহের মহেশপুর পল্লিতে কীটনাশক দিয়ে মৎস্য নিধন

ঝিনাইদহ (মহেশপুর) সংবাদদাতা, প্রেসবাংলা২৪ডটকম: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নের ভাষানপোতা গ্রামের ৪১নং শ্রীপুর বাঙ্গালীনি মৌজার ভাগরির বিল জল মহলে কীটনাশক বিষে প্রায় একশ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

ভাষানপোতা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আঃ ওহাব জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট থেকে উক্ত জল মহল ইজারা নিয়ে মৎস্যজীবি সদস্যরা মৎস্য চাষ করে আসছে।

 

গত ইং ২১/০৪/২০২০তাং আনুমানিক ভোর ৪ টায় কে বা কারা গোপনে ইজারাকৃত বাঙ্গালীনি মৌজার ৪০ একর ১৪ শতক জমির জল মহলে থাকা চাষকৃত মাছ কীটনাশক দিয়ে মেরে ফেলে। তাতে সমবায় সমিতির সদস্যরা আর্থিক ক্ষাতির মুখে পড়ে চরম সংকটে ভুগছে। এই ঘটনার বিষয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিাযোগ দায়ের করা হয়েছে।

 

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com