চিত্রা নদীতে টিসিবির খালি তেলের বোতলের রহস্য উদঘাটন

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে উদঘাটন হলো চিত্রা নদীতে টিসিবির খালি তেলের বোতলের রহস্য। নড়াইলে চিত্রা নদীতে ভেসে বেড়ানো টিসিবির খালি তেলের বোতলের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করলেন নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ, ও ডি এস বি পুলিশ।
আজ সোমবার (২২এপ্রিল) বিকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম (বার) নির্দেশে এই রহস্য উদঘাটন হল।
নড়াইল চিত্রা নদীতে খালি টিসিবির তেলের বোতল নদীতে ভেসে বেড়াচ্ছে বিষয়টির জানলে নড়াইল পুলিশ রহস্য উদঘাটনে নেমে পড়ে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার এস আই মোহাম্মদ সেলিম রেজার চৌকস টিম ও ডিএসবি একটি চৌকস টিম মাত্র ২৪ ঘণ্টায় আজ সোমবার (২২এপ্রিল) বিকালে রুপগঞ্জ বাজারে টিসিবির ডিলার মোহাম্মদ খোকন নড়াইলের ঘর হইতে চিনি ও সোয়াবিন তেল উদ্ধার করিয়া তাকে গ্রেফতার করেন। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডিলার খোকনকে ৬ মাসের জেল ও ৫০, হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসের মহামারীর এই দুর্দিনে মানুষের ত্রাণ ও টিসিবির পণ্য নিয়ে যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কোনো অপরাধী কে ছাড় দেয়া হবে না।