ফতুল্লায় ভিপি রাজিব হত্যা: ১২ আসামীর দুইজন গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভিপি রাজিব। এ ঘটনায় রাজীবের বাবা বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করলে দুই জন আসামীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ফতুল্লা মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাজিব হত্যা মামলায় চাঁদ সেলিম ও সোলেমান ওরফে কুট্টিকে গ্রেপ্তার করেছেন ফতুল্লা থানা পুলিশ। এদের মধ্যে সেলিম ৮ এবং সোলেমান ১০নম্বর এজাহারনামীয় আসামী। সেলিম বটতলা বৌ-বাজার এলাকার বাসিন্দা।
২০ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিপি রাজীব মারা যান।
উল্লেখ্য সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাগলা জেলে পাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী মিঠুন, কাউছার সহ সহযোগি অপর সন্ত্রাসীরা পাগলা জেলেপাড়া এলাকায় রাজিব ওরফে ভিপি রাজিবকে বুকের মধ্যে কুপিয়ে মারাত্নক জখম করে। পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ভিপি রাজিব। সন্ত্রাসীদের হাতে নিহত রাজিব পাগলা বৌ বজার এলাকার আসু তালুকদারের ছেলে।”