নড়াইলের পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৫

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলের নড়াগাতী থানার পুঠিমারি গ্রামে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঐ গ্রামের ইউপি সদস্য বিল্লাল এবং লাবলু সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় আহতরা হলো উপজেলার পুঠিমারি গ্রামের মামুন সিকদার (২৮) রুমান সিকদার (২৫) রেশমা খানম (২২) আকলিমা বেগম (৫০) গিয়াস সিকদার(২৫)। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাশিয়াল ইউপি সদস্য বিল্লাল শেখের, সঙ্গে একই গ্রামের লাবলু সিকদারের, পাওনা টাকা নিয়ে ও স্থানিয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কোন্দল চলে আসছিলো। এর জের ধরে ঐ দিন সকালে লাবলু সিকদারের গ্রুপের লোকজন ইউপি সদস্য বিল্লাল সমর্থিত সলেমান সিকদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সলেমান সিকদারের পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়। এই সময় লাবলু সিকদার গ্রুপের ১ জন আহত হয়।
নড়াগাতি থানা ওসি মোসাঃ রোকসানা খাতুন জানান, সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় পুঠিমারি গ্রামে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।  এ ঘটনায় এখন (এ রিপোর্ট লেখা) পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com