আড়াইহাজারে ইয়াবা উদ্ধার ৫০০ গ্রাম মামলায় ৩৭৬ গ্রাম!
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে জনতা ধাওয়া দিয়ে আধাকেজি ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেছে। অথচ পুলিশ ৩৭৬ গ্রাম ইয়াবা দেখাইয়া আড়াইহাজার থানায় আটককৃক ২জন সহ ৩জনকে আসামী করে মাদক মামলা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকায় বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ী অটোরিক্সা যোগে ইয়াবা বহন করছে এ সংবাদ পাইয়া স্খানীয় লোকজন তাদের অটোরিক্সাটিকে ধাওয়া দেয়। ঐ সময় মাদক ব্যবসায়ীদের অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে নরিংদী গ্রামের ছোবান মিয়ার বসত ঘরে আছড়ে পড়ে উল্টে যায়। ঐ সময় ছোবান মিয়ার চাচাতো ভাই শাজাহান সহ স্থানীয় লোকজন ইয়ানুছ (১৯) ও রুবেল (২৮) কে আটক করে। তাদের দেহ তল্লাসী করে পলিথিনে ও পেপার কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ৫টি পোটলায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে থানা থেকে এ এস আই আলমগীর ইয়াবা সহ আটককৃতদের থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় এ এস আই আলমগীর বাদী হয়ে ৪ হাজার পিচ ইয়াবা যার ৩৭৬ গ্রাম ওজন দেখাইয়া মাদক আইনে মামলা দেন। আটককৃত মাদক ব্যবসায়ী ইয়ানুছ নরিংদী এলাকার সিরাজুলের ছেলে এবং রুবেল লস্করদী এলাকার মৃত আবু দায়েনের ছেলে বলে পুলিশ জানায়।
তবে এলাকার লোকজন জানান,ইয়াবা ব্যবসায়ীদের ২জনকে আটক করলেও মোবারক ও বাবুল নামে আরো ২ জন অটো রিক্সা থেকে নেমে দৌড়ে পালিয়ে
যায়। তাদের পিছুপিছু ধাওয়া দিয়েও তাদের ধরা যায়নি।
মাদক ব্যবসায়ীদের ধরার সাথে জড়ি স্থানীয় শাজাহান জানান, আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট বিপুল পরিমান হওয়ায় তা গননা করতে না পারায় তারা কয়েকশ মানুষের সামনে ডিজিটাল পাল্লায় পরিমাপ করে ৫০০ গ্রামের উপরে দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে এ এস আই আলমগীর ঘটনাস্থলে যায়। পরে তিনি সিজারলিষ্ট না করেই ইয়াবা ট্যাবলেটগুলি সহ আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকার শতশত মানুষ প্রতিবাদ জানালে ঘটনার ২ঘন্টা পর পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে সাদাকাগজে স্থানীয় কয়েকজনের স্বাক্ষর নিয়ে আসে বলে স্থানীয় লোকজন জানায়।
এলাকাবাসী জানায় পুলিশের হাতে যাওয়ার পর ১২৪ গ্রাম ইয়াবট্যালেট কোথায় গেল। তবে এএসআই আলমগীর জানান, স্থানীয় লোকজন ইয়াবার ওজন ৫০০ গ্রাম জানালেও তা থানায় এসে ওজন দিয়ে ৩৭৬ গ্রাম(৪০০০) পিচ হয়েছে বলে তিনি জানান।
তবে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান,পুলিশ উদ্ধার করে যে পরিমান ইয়াবা এনেছে তা দিয়েই মামলা দেওয়া হয়েছে।