ফেসবুকে গুজব : শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফেসবুকে গুজব রটিয়ে শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা হতে মোঃ শাহীন মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১ সদ্যরা। এ সময় তার ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রবিবার বিকেলে র‍্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, শাহীন মন্ডলের বিরুদ্ধে ফেসবুকে গুজব রটিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও প্রকাশ করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ রয়েছে। এছাড়াও দেশের স্থিতিশীলতা নষ্ট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চক্রান্তেও লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত মোঃ শাহীন মন্ডলের বাড়ী গাইবান্ধার সাঘাটার গজারিয়া এলাকায়। সে ১০ বছর ধরে আশুলিয়া অবস্থান করে ‘জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ’ নামক ভূয়া সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচয় দিয়ে অবৈধভাবে অর্থ উপাজর্নের অসৎ উদ্দেশ্যে আশুলিয়া ও এর আশেপাশের এলাকার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীর মালিকদের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদেরকে বিভিন্ন প্রকার মিথ্যা ও উস্কানীমূলক তথ্য প্রচার করে আসছে।
সে আশুলিয়া ও আশেপাশের এলাকায় পোস্টারসহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে গার্মেন্টেস সমূহের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল। যখনই মালিক ও শ্রমিকদের মধ্যে কোন অসন্তোষ বা বিক্ষোভ দেখা দেয় তখনই সে বিভিন্নভাবে শ্রমিকদেরকে উস্কনি দিয়ে আসছিল।
সে দীর্ঘদিন ধরে তার নিজস্ব ফেসবুক পেইজ থেকে মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক মিথ্যা স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে শ্রমিকদের উত্তেজিত করা ও স্থিতিশীলতা নষ্টের চক্রান্ত করে আসছিল। এভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে সাধারণ গার্মেন্টস শ্রমিকদের উত্তেজিত ও স্থিতিশীলতা বিনষ্ট করে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপতৎপরতা চালিয়ে আসছে।  গ্রেফতারকৃত শাহীন মন্ডলের  বিরুদ্ধে সংশি­ষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com