চাষাড়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বেতনের দাবিতে নারায়ণগঞ্জের চাষাড়ায়  লকডাউন উপেক্ষা করে  বিক্ষোভ করেছে ফতুল্লার প্যারাডাইজ ক্যাবলস ইন্ডাষ্টির প্রায় তিন শতাধিক শ্রমিক।

 

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ফতুল্লার ওয়াপদারপুল এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মিছিল করে নগরীর চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেয় শ্রমিকরা । প্রায় ৪ ঘন্টা অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচিতে।

 

শ্রমিকরা জানান, গত ১২ মাস ধরে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে নানাভাবে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বেতন পাননি তারা। শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। যার কারণে মানবেতর জীবন যাপন করছেন কর্মহীন হয়ে পড়া কয়েকশ’ শ্রমিক। বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা ঘরে তালা দিয়েছেন। পাশাপাশি পরিবার নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। করোনার ভয় ও লকডাউন উপেক্ষা করে বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন বলে জানান শ্রমিকরা।

 

শ্রমিকদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

 

তিনি আরো বলেন, এ শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছে। এখন আর শ্রমিকরা কোনোভাবেই অপেক্ষা করতে পারছে না। সকাল ১০টা থেকে আমরা আন্দোলন করছি। এর মধ্যে পুলিশ কয়েক দফায় আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে তবু আমরা আন্দোলন করে যাচ্ছি। কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।

 

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। আমারা তাদের ছত্রভঙ্গ করিনি। তারা সামাজিক দূরত্ব বজায় রাখছিলেন না, আমরা তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com