করোনা সঙ্কটে নিজের পার্ক ছাড়তে রাজি শাহ নিজাম
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা সঙ্কটে নিজের পার্ক ছাড়তে রাজি রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। ঢাকা-নারায়ণগঞ্জ বিশ্বরোড এলাকায় স্থাপিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক ( নম) করোনা চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল বানানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) নিজের ফেইসবুক আইডিতে দেয়া এক স্টাটাসে তিনি এ প্রস্তাব দেন। তবে হাসপাতাল বানানোর জন্য তিনি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। ফেইসবুক আইডিতে তিনি লেখেন, ‘ আমি এই জাতির ক্রান্তিলগ্নে নারায়নগঞ্জের সকল জনপ্রতিনিধি ও বিত্তশালী দের দৃস্টি আকর্ষণ করে বলছি,, যদি আপনারা মনে করেন এই নম পার্ক কে করোনা রোগিদের চিকিৎসা সেবায় ব্যাবহার করবেন আমি আপনাদের জন্য এটা করতে প্রস্তুত আছি। একটা স্টিল স্ট্রাকচার (যা বিভিন্ন ইভেন্ট এ করা হয় একদিন লাগে প্রস্তুত করতে আর আমার রেস্টুরেন্টে এ ডাঃ ও নার্সদের বিশ্রাম এর ব্যাবস্তা করা যায়। খাওয়ার ব্যাবস্তাও এখানে আছে।) একটু ভেবে দেখবেন সবাই মানবতার সেবার জন্য।’
মূলত তিনি করোনা পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা সংকট দেখে নারায়ণগঞ্জের করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো জন্য এই স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন বলে অনেকেই অভিমত দিয়েছেন। তার অভিব্যাক্তি সফল হলে নারায়ণগঞ্জের করোনা রোগীরা উপকৃত হবে ।
শাহ নিজামের দেয়া এ স্টাটাস সম্পর্কে স্থানীয় একজন রাজনীতিক বলেন, জেলার ধনাঢ্য ব্যবসায়ী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান এমপি -মেয়র ও জেলা প্রশাসনকে দেয়ার ঘোষণা দিয়েছেন তা এখানে ব্যয় করা যেতে পারে।