করোনায় না’গঞ্জ সিপিবি নেতার মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়নগঞ্জ মহানগর ১৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কমরেড বিকাশ সাহা।
১৮এপ্রিল (রোববার) সকাল ৭টায় কুর্মিটোলা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন। তিনি দেওভোগ আখড়ার দীঘিরপাড় এলাকার বাসিন্দা।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম জানান, করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসার জন্য প্রথমে খানপুর ও পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে বিকাশ সাহাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। কিন্তু দুঃখের বিষয় বিকেল থেকে রাত অবদি কোন চিকিৎসাই পায় নি বিকাশ সাহা। সেখানে যাওয়া শত শত রোগীও কোন চিকিৎসা পাচ্ছে না। পরবর্তীতে আজ সকালে সেখানেই মৃত্যুবরণ করেন বিকাশ সাহা।”