করোনায় গত ২৪ঘন্টায় না’গঞ্জের ৪জনের মৃত্যু

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ঘন্টায় নারায়ণগঞ্জের  ৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে ২৪ঘন্টায় মোট ৭জনের মৃত্যু হয়েছে । এ পর্যন্ত দেশে সর্বমোট ৯১ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ্য হয়েছেন সর্বমোট ৭৫ জন।

 

রোববার (১৯ এপ্রিল) করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদ্প্তর থেকে নিয়মিত প্রেসব্রিফিংএ তথ্য জানানো হয়।

প্রেসব্রিফিং এ আরোও জানানো হয়, ২৪ ঘন্টায় ৩১২জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে করোনায় সর্বমোট ২হাজার ৪৫৬জন আক্রান্ত রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩১ভাগই নারায়ণগঞ্জের। গত ২৪ঘন্টায় ৯জনসহ, ৭৫জন আরোগ্য লাভ করেছেন। ২৪ঘন্টায় দেশে ২হাজার ৬৩৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com