নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার!
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউপিতে ফেসবুকে ইসলাম ও নবীকে নিয়ে কটুক্তি করায় পরিতোষ কুমার সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ ইউনিয়নের অসংখ্য স্থানীয়রা তাকে আটক করে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং পরে পুলিশে খবর দিলে ঐ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের পুত্র অনার্স পড়ুয়া পরিতোষ কুমার সরকার তার ফেসবুকের মাধ্যমে আলোকিত বাজিতপুর নামে একটি ফেসবুক পেজের পোস্ট করা কমেন্টসে ইসলাম ধর্ম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্সে পড়ে। সে ফেসবুকে ইসলাম ও নবী নিয়ে বাজে মন্তব্য করায় এলাকার শতশত লোকজন তাকে ঘেরাও করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান ব্যাপারী বলেন, স্থানীয়রা ইসলাম ধর্ম কটূক্তিকারীকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে আমি নাগেশ্বরী থানা পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ‘আলোকিত বাজিতপুর’ নামে একটি ফেসবুকে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আটককৃত পরিতোষ। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে কালিগঞ্জ বাজারে ঐ ছেলেকে ধাওয়া করে। পরে ছেলেটি দৌড়ে গিয়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।তাকে গ্রেপ্তারের পর এলাকায় পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে আইসিটি মামলার প্রস্তুতি চলছে।