করোনা পরিস্থিতিতে ভুলেও যা করবেন না

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অভূতপূর্ব পরিস্থিতি ও  এক ক্রান্তিকাল পার করছে মানব সভ্যতা। ইতোমধ্যে সবার জানা হয়েছে করোনাকবলিত পৃথিবীর কথা। শিশু থেকে বৃদ্ধ- কাউকেই ছাড়ছে না এ ভাইরাস। দেশ থেকে দেশে, গ্রাম থেকে মেট্রোপলিটন শহরে।

 

করোনা সংক্রমণ রুখতে সবার আগে দরকার সচেতনতা আর ঘরে থাকা। তবে বাসায় থাকলেও করোনাভাইরাসের এই পরিস্থিতিতে ভুলেও কিছু কাজ করা যাবেনা। কারণ এ কাজগুলোর মাধ্যমেই করোনা বিস্তার লাভ করতে পার।

যা ভুলেও করবেন না –

– কারোনা ভাইরাসের এই পরিস্থিতিতে দাঁত দিয়ে হাতের নখ কামড়ানো যাবে না;

– টাকা নাড়াচাড়ার পর সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার না করে কোন জিনিস ধরা যাবে না;

– অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করা যাবেনা।

এভাবে চলতে বলেছে বিশ্ব সাস্থ সংস্থা। তাদের  স্বাস্থ্যবিধি মেনে চললে আপনি করোনাভাইরাস থেকে দূরে থাকতে পারবেন। করোনাভাইরাস বেশি সংক্রমিত হয় হাত ও মুখ দিয়ে। তাই ভালো স্যানিটাইজার এ সময় নিত্যসঙ্গী হওয়া উচিত। সেই সঙ্গে মুখে মাস্ক ব্যবহার জরুরি।

 

 

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, [email protected] ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com