করোনা পরিস্থিতিতে ভুলেও যা করবেন না

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: অভূতপূর্ব পরিস্থিতি ও এক ক্রান্তিকাল পার করছে মানব সভ্যতা। ইতোমধ্যে সবার জানা হয়েছে করোনাকবলিত পৃথিবীর কথা। শিশু থেকে বৃদ্ধ- কাউকেই ছাড়ছে না এ ভাইরাস। দেশ থেকে দেশে, গ্রাম থেকে মেট্রোপলিটন শহরে।
করোনা সংক্রমণ রুখতে সবার আগে দরকার সচেতনতা আর ঘরে থাকা। তবে বাসায় থাকলেও করোনাভাইরাসের এই পরিস্থিতিতে ভুলেও কিছু কাজ করা যাবেনা। কারণ এ কাজগুলোর মাধ্যমেই করোনা বিস্তার লাভ করতে পার।
যা ভুলেও করবেন না –
– কারোনা ভাইরাসের এই পরিস্থিতিতে দাঁত দিয়ে হাতের নখ কামড়ানো যাবে না;
– টাকা নাড়াচাড়ার পর সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার না করে কোন জিনিস ধরা যাবে না;
– অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করা যাবেনা।
এভাবে চলতে বলেছে বিশ্ব সাস্থ সংস্থা। তাদের স্বাস্থ্যবিধি মেনে চললে আপনি করোনাভাইরাস থেকে দূরে থাকতে পারবেন। করোনাভাইরাস বেশি সংক্রমিত হয় হাত ও মুখ দিয়ে। তাই ভালো স্যানিটাইজার এ সময় নিত্যসঙ্গী হওয়া উচিত। সেই সঙ্গে মুখে মাস্ক ব্যবহার জরুরি।
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, [email protected] ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।