শরিফ হত্যা মামলার মূল আসামীসহ দুই জন গ্রেফতার

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার তক্বার মাঠ এলাকা থেকে চাঞ্চল্যকর শরিফ হত্যা মামলার মূল আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১১। গ্রেফতারকৃতরা হলো, লিমন ওরফে রিমন (২০) ও সম্রাট (২২)। গ্রেফতারকৃত লিমন পশ্চিম দেওভোগের আদর্শ নগর এলাকার বাদশাহ মিয়ার ছেলে ও সম্রাট একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) র‌্যাব -১১ এর লেফট্যান্টে কর্ণেল ইমরান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত লিমন ও সম্রাটসহ তাদের অন্যান্য সহযোগীরা গত ১ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগ আদর্শনগর আল আফাসা জামে মসজিদের দক্ষিণে শ্যামলের গ্যারেজের গেইটের সামনে ব্যবসায়ী মো. শরিফ (২৭)কে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হাতে চাপাতি, লাঠি-সোটা ও চাকুসহ ব্যবসায়ী শরিফকে আক্রমণ করে নির্দয়ভাবে মারপিঠ করে এবং আসামীদের হাতে থাকা ধারালো চাকু দিয়া শরিফ এর বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে।

 

লেফট্যান্টে কর্ণেল ইমরান উল্লাহ আরও জানান, এ সময় শরিফের চিৎকারে তার পিতা আলাল মাতবর সহ আশপাশের লোকজন দৌড়ে এসে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এ ঘটনায় নিহতের পিতা আলাল মাতবর নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার আসামী গ্রেফতার সংক্রান্তে ফতল্লা মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছেন বলে জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com