বগুড়ায় যুবলীগ নেতার বাড়ি থেকে ৬২ বস্তা ত্রাণের চাল উদ্ধার

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বগুড়ার গাবতলীতে ইউপি সদস্যের স্বামী যুবলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জুর হেফাজতে রাখা ৬২ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় যুবলীগ নেতা ও তার স্ত্রী পালিয়ে গেলেও পুলিশ আটক করেছে তার দুই সহযোগীকে।

বুধবার (১৫ এপ্রিল) গাবতলী থানা পুলিশ দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগরাপাড়ায় অভিযান চালিয়ে ত্রাণসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- একই গ্রামের রুবেল মিয়া ও নজরুল ইসলাম।

 

জানা গেছে, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর স্ত্রী ইসমত আরা ইউপি সদস্য। মঞ্জু তার স্ত্রীর মাধ্যমে ত্রাণের চাল কালোবাজারে কিনে গ্রামের বিভিন্ন জনের বাড়িতে মজুত করে রাখেন। গোপন সংবাদ পেয়ে গাবতলী থানা পুলিশ বুধবার ওই গ্রামে অভিযান চালায়।অভিযানের খবর পেয়ে মঞ্জু ও তার স্ত্রী ইসমত আরা পালিয়ে যান। এ সময় পুলিশ গুটলুর বাড়ি থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করে। গুটলু পালিয়ে গেলে সেখান থেকে রুবেল নামের একজনকে পুলিশ আটক করে।পরে পুলিশ একই গ্রামের নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বস্তা চাল উদ্ধার করে এবং নজরুলকে আটক করে।

আটককৃতরা পুলিশকে জানান, মঞ্জু তাদের মাধ্যমে ত্রাণের চাল সংগ্রহ করে তাদের বাড়িতেই রাখতে বলেন।দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল বলেন, ‘যুবলীগ নেতা মঞ্জু দীর্ঘদিন ধরে তার সহযোগীদের মাধ্যমে এ ধরনের চাল কিনে থাকেন।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ বলেন, ‘ছোট বড় ৬২ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতসহ পলাতকদের নামে মামলা হবে।’

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com