ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই যুবকের নাম জাহিদুল হক (৩০)। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের তহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের কারণে গতকাল ১৪ এপ্রিল (মঙ্গলবার) জাহিদুলের স্ত্রী জেসমিন আক্তার বাপের বাড়ী চলে যান।  ওই দিনই জাহিদুল তাকে আনতে গেলে বাপের বাড়ী থেকে আসেননি জেসমিন। প্রতিবেশিদের ধারনা স্ত্রীকে আনতে না পেয়ে রাগে দু:খে সকলের অজান্তে রাতে বাড়ীর পাশের বাগানে গাছের সাথে গলায় রশি পেচিয়ে সে আত্নহত্যা করেছে। ১৫ এপ্রিল (বুধবার) সকালে বাগানের মধ্যে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্নহত্যা করেছে। নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com