করোনায় মৃত্যু পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদারের

 

ডেস্ক নিউজ, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন।

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় ছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেছেন, ‌‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’

জানা গেছে, অনেক দিন থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বীনা। কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কয়েক বছর আগে। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন তিনি। অবশেষে করোনা কেড়ে নিলো তার প্রাণ।

বীনা মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গণে। এরই মধ্যে সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে। এছাড়া এই শিল্পীর পরিচিতজন ও ভক্তরাও শোক জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com