এসপির গাড়ি চালক করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: এবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে করোনার পরীক্ষায় রেজাল্ট পজিটিভ আসে। চালক সানোয়ার এর পরশুদিন করোনা টেস্টের জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সানোয়ারকে নারায়ণগঞ্জ তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়েছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, ড্রাইভার সানোয়ারের কোন করোনা উপসর্গ ছিলনা। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য তাকে করোনা টেস্ট করানো হয়। এতে তার রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি জানান, সানোয়ারের করোনা আক্রান্তের বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা আরো কিছু পুলিশ সদস্যের করোনা টেস্ট করাবো নিশ্চিত হওয়ার জন্য।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com