জীবনের ঝুঁকি নিয়ে করোনায় নিহতের লাশ দাফন করলেন কাউন্সিলর খোরশেদ

 

মোহাম্মদ নেয়ামত উল্লাহ, প্রেসবাংলা২৪ডটকম : নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। জীবনের ঝুঁকি নিয়ে করোনা উপসর্গ নিয়ে নিহত এক বৃদ্ধের লাশ দাফন করেছেন তিনি।

 

বুধবার (৮ এপ্রিল) সকালে কয়েকজন মিলে নগরীর জামতলা এলাকার নামের ওই বৃদ্ধের জানাজা ও দাফন করেন সিটি কর্পোরেশনের ১৩ ওয়ার্ডের এই কাউন্সিলর।

 

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতিও। ইতোমধ্যে তিনি প্রাকৃতিক উপায়ে লক্ষাধিক হ্যাণ্ডস্যানিটাইজার বানিয়ে ও বিতরণ করে দেশব্যাপী আলোচিত। দেশে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের সেবায় সক্রিয় রয়েছেন তিনি।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com