করোনার লক্ষণ নিয়ে মারা গেলেন ফতুল্লার এক ব্যবসায়ী

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে অর্থাৎ করোনার লক্ষণ নিয়ে মারা গেলেন ফতুল্লার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। তবে দীর্ঘসময় ধরে লাশ পরে থাকলেও কেউই এগিয়ে আসছেন না ভয়ে।

পরিবারের লোকজনের সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের মতো সময়ধরে করোনার উপসর্গ অর্থ্যাৎ জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্ট ছাড়াও ডায়েবেটিস রোগে ভুগছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর।  শরীর অসুস্থ হওয়ার পর তাকে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে বাসায় নিয়ে আসা হলে অবস্থার আরও বেশি অবনতি হয় এবং মঙ্গলবার তিনি মারা যান।

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, ইতিমধ্যে নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com