যুবলীগ নেতা খান মাসুদের জীবানু নাশক ঔষধ স্প্রে

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাব ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে জীবানু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) ২২নং ওয়ার্ড আমিন আবাসিক এলাকা, র‍্যালী আবাসিক এলাকা ও লেজারার্স আবাসিক এলাকা গলিতে গলিতে এ জীবানু নাশক ঔষধ স্প্রে ও হ্যান্ড মাইকিং এর মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করা হয়।

 

এ সময় খান মাসুদ বলেন, জনগণের বিপদে পাশে থাকাই আমার মূল লক্ষ। আমি রাজনীতি করি মানুষের সেবা দেয়ার জন্য। করোনাভাইরাস যেভাবে বিশ্বে মহামারী আকার ধারন করেছে এর প্রাদুর্ভাব যদি আমাদের দেশে বিস্তার লাভ করে তাহলে বাংলাদেশকে অনেক বড় মাশুল দিতে হবে। তাই আতংকিত না হয়ে এই করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সরকারের দেয়া স্বাস্থ্যবিধি আইন মেনে চলতে হবে। অযথা বাহিরে ঘোরাফেরা না করে ঘরে অবস্থান করতে হবে। আমাদের মনে রাখতে হবে করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ এটি একজন থেকে আরেকজনের মধ্যে খুব সহজেই ছড়িয়ে পরে। তাই লোক সমাগম এড়িয়ে সামজিক দূরত্ব বজায় রাখুন।

 

খান মাসুদ বলেন, ঘরে অবস্থানরত দিন মজুর,চালক শ্রমিক ও অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে সরকার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে। এরি মধ্যে নারায়ণগঞ্জ ৫-আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমান ভাই তাঁর নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে এবং আমার নেতা ৪-আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান ভাই তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ১ কোটি টাকার ঘোষণা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশমতো আমার সাধ্যমতো অসহায় মানুষের পাশে আছি। পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করছি।

 

এসময় উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান,আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মসজিদ কমিটির সহ-সভাপতি ইব্রাহীম সরকার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর সরকার,যুগ্ম সম্পাদক মাহাবুব , যুবলীগ নেতা মোঃ মাসুম, বন্দর থানা যুবলীগ নেতা শেখ মমিন, বাবু মোল্লা, মোঃ হোসেন, মোঃ সানি,খোরশেদ, মোঃ মিলন আহমেদ, আল-আমীন, শ্যামল, বাবু, সাদ্দাম হোসেন, আমানুল্লাহ প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com