না’গঞ্জে স্থানীয়ভাবে করোনা টেস্ট ব্যবস্থা করার দাবি
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জকে ‘রেড জোন ‘ চিহ্নিত করা জেলাটিতে স্থানীয়ভাবেই করোনা টেস্ট করানোর দাবি উঠেছে। দেশের দ্বিতীয় ধনী এ জেলায় ইতোমধ্যে করোনা সামাজিক সংক্রমণ দ্রুত বিস্তার ঘটানো শুরু করেছে।
রোববার (৫ এপ্রিল) সরকারিভাবে এ জেলায় আরও ৫ জন সংক্রমিত হয়েছেন। সিটি কর্পোরেশনের মেয়র প্রধানমন্ত্রীর কাছে সিটি এলাকায় কারফিউ জারির আবেদন করেছেন।
এদিকে চলমান পরিস্থিতিকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রীর কাছে আবেদন জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, নারায়ণগঞ্জে স্থানীয়ভাবে করোনা পরীক্ষা করুন। ‘ পোস্টটি মিনিটেই সাড়া ফেলে দেয়। অনেকেই লাইক, শেয়ার কপি করে দাবিটির প্রতি তাদের সমর্থন জানান। তাদের মতে দাবিটি যৌক্তিক ও সময়ের দাবি।