কাশীপুরে ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মওকুফ করলেন শিল্পপতি শ্যামল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা আতঙ্কের মধ্যে ফতুল্লার কাশীপুরে ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মওকুফ করেছেন তরুণ শিল্পপতি শাহাদাত হোসেন শ্যামল। দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে দশজন ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করলেন আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশনের এই চেয়ারম্যান।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি প্রচারের নয়, এটি মানবিক। তবুও যদি আমাকে অন্য বাড়িওয়ালারা অনুপ্রাণিত হয় তবে মধ্যবিত্ত কিছু পরিবারের জন্য অনেকটা হেল্প হবে।

শাহাদাত হোসেন শ্যামল আরও জানান, আবদুল মজিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মধ্যবিত্তদের নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল ও অন্যান্য সামগ্রী দেয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু এতে গণজমায়েতে বিষয়টি হীতে বিপরীত হতে পারে। তাই এ কর্মসূচিটি বাদ দেয়া হয়েছে। তবে সীমিত আকারে কিছু মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com